আর মাত্র কয়েকঘণ্টার মধ্যেই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে।

সকালে উচ্চ মাধ্যমিক বোর্ডের তরফে সাংবাদিক বৈঠক করে মেধা তালিকা প্রকাশ করা হবে।

বেলা ১২টা নাগাদ উচ্চ মাধ্যমিকের ফলাফল নির্দিষ্ট ওয়েবসাইটে লাইভ করা হবে।

বিভিন্ন ওয়েবসাইটের পাশাপাশি পড়ুয়ারা আজ তক বাংলাতেও উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ফলাফল দেখতে পারবেন।

এই জন্য একদম সহজ কিছু ধাপ রয়েছে।

প্রথমে bangla.aajtak.in -এই ওয়েবসাইটে যেতে হবে 

সেখান থেকে WB Class 12 board result 2022 লিঙ্কে ক্লিক করতে হবে তারপরে নতুন একটি পেজ খুলবে

সেখানে রোল নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে তারপরেই সংশ্লিষ্ট পড়ুয়ার রেজাল্টের নম্বর ওয়েবসাইটে দেখানো হবে কোনও পড়ুয়া চাইলে সেটি স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন 

ভবিষ্যতের জন্য কেউ চাইলে সেটার printout -ও বার করে নিতে পারেন।